এবার নিজের গড় হিসেবে পরিচিত গোরখপুরেই সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার সন্ধ্যায় এক যুবকের বিরুদ্ধে টুইটারে যোগীকে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ দায়ের হয়। তৎক্ষণাৎ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। গত তিন দিনে এনিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ৪ জন।
গত শনিবার সকালে দিল্লী থেকে ফ্রিলান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে যোগীর বিরুদ্ধে একটি অবমাননাকর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ফুটেজে এক মহিলা দাবি করেন তিনি যোগীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ওই সন্ধ্যাতেই নয়ডা থেকে ফুটেজে দেখানো মহিলাকে নিয়ে বিতর্ক শো সম্প্রচারের অভিযোগে স্থানীয় বেসরকারি খবরের চ্যানেল ‘নেশন লাইভ’–এর প্রধান ঈশিকা সিং এবং সম্পাদক অনুজ শর্মাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এভাবে তিনজন সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদ ওঠে বিভিন্ন মহল থেকে। রবিবার ঘটনার তীব্র নিন্দা করেছে এডিটর্স গিল্ডও।