আবার প্রশ্ন উঠে গেল উত্তরপ্রদেশে যোগী সরকারের ভূমিকা নিয়ে। লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির বেশ ভালো ফল করেছে উত্তরপ্রদেশে। কিন্তু তারপর থেকে একের পর এক দুর্নীতি, অচলাবস্থা, খুন, ধর্ষণের কথা সামনে আসছে। গত রবিবার উত্তরপ্রদেশের আলিগড়ে দু’বছরের শিশুকন্যা খুনের ঘটনার রেশ মিটতে না মিটতেই সামনে এসেছে আরও একটা ভয়াবহ ঘটনা।
উত্তরপ্রদেশের হামিরপুর জেলার ঘটনা। স্থানীয় এক কবরস্থান থেকে ১১ বছরের একটি মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশীরা এক জায়গায় জড়ো হয়ে সিবিআই তদন্তের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে পুলিশের শীর্ষ আধিকারিকদের হস্তক্ষেপে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে নেমে এক পুলিশকর্তা জানিয়েছেন, স্থানীয় কবরস্থানের পাশে একটি ঝোপঝাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই এক মহিলা পুলিশে খবর দেন। শনিবার সকাল ৬টায় মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর জানা গিয়েছে, মেয়েটির গলায় এবং গোপনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েটি বহুদিন ধরেই তাঁর বাড়িতে একা থাকত। পরিবারের লোকজন কাজের সন্ধানে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত কয়েকদিনে যোগীর উত্তরপ্রদেশে বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে গিয়েছে। যোগীর আমলে উত্তরপ্রদেশের শাসনব্যবস্থার কেন এমন হাল? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিজেপি শাসিত রাজ্যে এইরকম কঙ্কালসার অবস্থা বারবার উঠে আসছে। প্রশাসনের নির্বিকার অবস্থা ভাবাচ্ছে দেশের ওয়াকিবহাল মহলকে।