ওভালে ভারতীয় সমর্থকদের স্টিভ স্মিথকে কটাক্ষ নিয়ে সরব হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে স্টিভ স্মিথের কাছে গিয়ে ভারতীয় সমর্থকদের হয়ে ক্ষমাও চেয়ে নিলেন৷ সৌজন্যের অনন্য নজির স্থাপন করলেন কোহলি৷
ঘটনাটা ঘটছিল সকাল থেকেই। অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময় যখনই বাউন্ডারি লাইনের ধারে গিয়েছেন স্টিভ স্মিথ, তখনই গ্যালারি থেকে আওয়াজ উঠেছে, ‘চিটার, চিটার!’ পরে স্মিথের ব্যাটিংয়ের সময় যখন এই আওয়াজ ওঠে, গ্যালারির দিকে তাকিয়ে ফিল্ডার বিরাট বিরক্তি প্রকাশ করে মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে চুপ করতে বলেন। তাতে কাজ হয় সঙ্গে সঙ্গে।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকেও এ বিষয়ে কোহলিকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘প্রচুর ভারতীয় সমর্থক এ দিন খেলা দেখতে এসেছিলেন। আমি চাইনি তাঁরা কোনও খারাপ উদাহরণ স্থাপন করুন। স্মিথ এমন কিছু করেনি যে, ওকে বিদ্রুপ শুনতে হবে। তাই দর্শকদের তরফ থেকে আমি স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এই ধরনের আচরণ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’’
ম্যাচ শেষে ওভালে বিরাটের এই মন্তব্যের পরে স্বভাবতই অজি মিডিয়া উচ্ছ্বসিত ভারত অধিনায়ককে নিয়ে। ফিঞ্চ তো বলেই গিয়েছেন, ‘বিরাটের টিম যোগ্য হিসেবেই জিতেছে। ক্রিকেটের সব বিভাগেই ওরা আমাদের টেক্কা দিয়েছে।’
ডেভিড ওয়ার্নারের স্লো ব্যাটিং নিয়ে সমালোচনার বন্যা বইলেও ফিঞ্চ তাঁর ওপেনিং জুড়ির পাশেই আছেন। ‘ডেভ দুর্দান্ত ব্যাটসম্যান। ও জানে, কী ভাবে ফিরে আসতে হবে