আজ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া৷ আজকের ম্যাচটা ভারত ও অস্ট্রেলিয়ার কাছে গুরুত্বপূর্ণ কারণ আজকের ম্যাচ বিশ্বকাপের একটি বড় ম্যাচ। যারা জিতবে, তারা কাপ অভিযানে অনেক বাড়তি মনোবল পেয়ে যাবে। তবে মাঠে নেমে ভক্তদের হতাশ করেনি বিরাট কোহালির দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের দক্ষতার দেখিয়ে ভারত। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্ঠা করছে ভারত। দু’দলের ফাস্ট বোলারদের মধ্যে খুব উপভোগ্য লড়াই হতে চলেছে রবিবারের ওভালে। বিশ্বের সেরা ফাস্ট বোলাররা রয়েছে দু’দলে। অস্ট্রেলিয়ার দিকে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। সঙ্গে নেথান কুল্টার-নাইল। ভারতের হাতে থাকছে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।
আজকের ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা৷ দু’টো কারণে কোহালিদের এগিয়ে রাখছেন তারা। এক) ভারতের ব্যাটিং অনেক জমাট। দু’এক জনের উপরে ভরসা করে দাঁড়িয়ে নেই। উপরের দিকের ব্যাটিং বিভাগ খুব শক্তিশালী। দুই) ভারতের স্পিন আক্রমণ। পেস বিভাগে দু’দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হলেও কোনও সন্দেহ নেই, স্পিন-দ্বৈরথে ভারত অনেক এগিয়ে।
অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের এক সময় খুব লড়াকু বলা হত। ভারতের বর্তমান প্রজন্মের ব্যাটসম্যানরা যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক কোহালি নিজে এই আগ্রাসী মনোভাবের নেতৃত্ব দেয়। আর ভুলে গেলে চলবে না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ রেকর্ড রয়েছে কোহালির।