রাজ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল বেরিয়েছে কয়েকদিন আগেই। এখন ছাত্র-ছাত্রীদের মধ্যে শুরু হয়ে গেছে কলেজ নিয়ে ভাবনা। অন্য এক নতুন জীবন শুরুর প্রাক্কালে দাঁড়িয়ে তাঁরা। আর সেই রেশের মধ্যেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষ শুরু হচ্ছে ১২ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা। অর্থাৎ ১৬ দিন ধরে চলবে পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। একই সঙ্গে চলবে একাদশ শ্রেণীর পরীক্ষাও। যার দিনক্ষণও প্রকাশ করা হয়েছে। একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে বেলা ২ টো থেকে। নিচে পর্ষদ থেকে প্রকাশিত উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী দেওয়া হল-
হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং ভোকেশনাল স্টাডিজ, স্বাস্থ্য এবং ফিজিওলজি, মিউজিক এবং ভিজুয়াল আর্টের র মতো বিষয়গুলির পরীক্ষার সময় ২ ঘণ্টা করে৷ এছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন হল চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর৷ ১৬ ডিসেম্বর থেকে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা।
পরিস্থিতির প্রয়োজনে পরীক্ষার তারিখ বদল হলে তা জানিয়ে দেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, গতকালই প্রকাশিত হয়েছে আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচি। আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক।
নিচে পর্ষদ থেকে প্রকাশিত উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী দেওয়া হল-