‘জয় শ্রী রাম’ ইস্যুতে বিরোধীদের বারবার তোলা অভিযোগকেই কার্যত মান্যতা দিয়ে দিলেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন রাজ্যপাল স্পষ্টতই বলেন, ‘জয় শ্রীরাম’ এখন রাজনৈতিক স্লোগানই হয়ে গিয়েছে। একদা যা ছিল ধর্মীয় ধ্বনি, তা এখন রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে।
লোকসভা ভোট চলাকালীন ও তার ফলপ্রকাশের পর থেকেই ‘জয় শ্রীরাম’ নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যে বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলেছেন বিজেপি কর্মীরা। এমনকী, বাদ যাননি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২ বার তাঁর কনভয়ের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
ফেসবুকে পোস্ট মুখ্যমন্ত্রী লেখেন, “জয় সিয়ারাম, জয় রামজি, রাম নাম সত্য হ্যায়…সবই ধর্মীয় স্লোগান। এগুলির সঙ্গে ধর্ম বা সমাজের যোগ রয়েছে। আমরা এই আবেগকে সম্মান করি।” মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা, কোন ধর্মীয় স্লোগানে তাঁর আপত্তি নেই। বরং সব ধর্মের স্লোগানকেই সম্মান করেন। কিন্তু বিজেপি যেভাবে ধর্ম ও রাজনীতিকে মিলিয়ে বিভাজনের চেষ্টা করছে, তা রুখতে হবে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই কার্যত মান্যতা দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রশাসনের অম্লমধুর সম্পর্ক এবং তা বহুবারই প্রকাশ্যে এসেছে। বহুবারই তাঁর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন রাজ্যপালের মন্তব্যের সমীকরণে অন্য একটি দিক দেখতে পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ৷