ক্রিস গেইলের আউট নিয়ে তোলপাড় গোটা বিশ্বকাপ। আবার সৃষ্টি হল বিতর্কের। ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলছেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গাফানিকে নিয়ে। এবার সেই একই প্রশ্ন তুললেন স্বয়ং সুনীল গাভাসকর। আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করলেন তিনিও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিচেল স্টারকের বলে ২বার হন গেইল। একবার ছিল কট বিহাইন্ডের আবেদন। পরেরবার এলবিডব্লিউয়ের। কিন্তু ডিআরএসে ২বারই বেঁচে যান তিনি। কিন্তু তৃতীয়বার আউট হন তিনি। গাফানি আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন। সে বার রিভিউ দিয়ে লাভ হয়নি দেখা যায় বল সরাসরি উইকেটেই লেগেছে।
এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু পরে দেখা যায়, গেইল ফ্রি হিট বলে আউট হয়েছেন। কারণ তার আগের বলই ছিল নো বল যা নজর এড়িয়ে যায় গাফানির। ফলে পরের বলে ফ্রি হিট দেননি তিনি আর এই বলেই আউট হন গেইল। এই নিয়ে সরব গোটা ক্রিকেট দুনিয়া।
সুনীল গাভাসকরের মত ব্যক্তিত্ব কিন্তু নো বলের সিদ্ধান্ত থার্ড আম্পায়ারকে দিয়ে দেওয়া উচিৎ বলে মনে করছেন। কমেন্ট্রি বক্সে তাঁর সোজাসুজি মন্তব্য, “ গাফানি প্রচুর ভুল করছেন। কোনও ব্যাটসম্যান আউট হলে থার্ড আম্পায়ার তা খুঁটিয়ে দেখেন। যে ব্যাট করছেন তাঁকে অপেক্ষা করতে হয়। রান আউটের মতই নো বলের ব্যাপারটাও এ বার থেকে থার্ড আম্পায়ারের হাতেই দিয়ে দেওয়া হোক”।
গাভাসকর আরও জানাচ্ছেন, “ এর আগে যখন ব্যাকফুট নো বল ছিল তখন ব্যাটসম্যান অনেক আম্পায়ারের নো কল শুনতে পাতেন। এখন ফ্রন্টফুট নো বলের পরেরটা ফ্রি হিট পাওয়া যায়। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে যে কোনও টিমের ওপরই প্রভাব পড়তে পারে”।