লোকসভা ভোটের ফল প্রকাশের পর বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। অভিযোগ, বিজেপি কর্মীরা স্থানীয় কাউন্সিলরের অফিসে চড়াও হয়ে ভাঙচুরও করেছিল সেই সময়। তৃণমূলের অভিযোগ, তুফান এবং সুমন নামের দুই আরএসএস কর্মী স্থানীয় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে। ওই মহিলার ঘরও ভাঙচুর করে ওই দুই যুবক বলে অভিযোগ।
এই ঘটনা জানিয়ে বারাসত থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতেই বুধবার গভীর রাতে নবপল্লির ডিপটিউবয়েল এলাকায় তাঁদের বাড়ি থেকে ওই দুই কর্মীকে গ্রেফতার করা হয়। যদিও, আরএসএস-এর দাবি, মিথ্যে অভিযোগে তাদের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।