দেশে ঘটা ঘটনাও মিথ্যে হয়ে যাচ্ছে বিজেপি নেতা-নেত্রীদের বয়ানে। অনেক টালমাটালের পর অবশেষে এনআইএ আদালতে হাজিরা দিতে আসেন মালগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। কিন্তু আদালতে উপস্থিত হয়ে শোনালেন এক আজব গল্প। যে বিস্ফোরণের জন্য তাঁকে মূল অভিযুক্ত করা হয়েছিল সেই বিস্ফোরণটা আদতে হয় নি। দেশবাসীর যখন এই বিস্ফোরণ ও তাতে হতাহতের কথা অজানা নয় তখন সেই বিস্ফোরণের কথা বেমালুম অস্বীকার করলেন প্রজ্ঞা। শুক্রবার মুম্বইয়ে এনআইএর আদালতে হাজিরা দেন বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেন ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহরাষ্ট্রের মালেগাঁওয়ে কোনও বিস্ফোরণ হয়েছিল এমন কথা তিনি জানেন না।
প্রসঙ্গত, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয় ৬ জনের। আহত হন ১০০ জন। একটি বাইকে রাখা বিস্ফোরক থেকেই ওই বিস্ফোরণ ঘটে। ২০১৭ সালে ওই মামলায় তিনি জামিন পান। তবে তাঁকে নিয়মিত হাজিরা দিতে বলে আদালত।
উল্লেখ্য, গত সপ্তাহে দুবার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আদালতে তিনি হাজিরা দেননি। শুক্রবার এনআইএ আদালতে এসে কাঠগড়ায় আসন বিছিয়ে বসে পড়েন তিনি। তাঁকে প্রশ্ন করা হয় ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ে বিস্ফোরণ হয়েছিল তা তিনি জানেন কিনা। প্রজ্ঞা বলেন, ‘না, কোনও কিছুই জানি না।’ এনআইএ আদালতের বিচারপতি প্রজ্ঞাকে বলেন, ‘১১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবার প্রমাণিত হয়েছে সেদিন মালেগাঁওয়ে একটি বিস্ফোরণ হয়েছিল। কে এর সঙ্গে জড়িত তা আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে না। কিন্তু আপনি কি জানেন ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর একটা বিস্ফোরণ হয়েছিল?’ প্রজ্ঞা বলেন, ‘কিছুই জানি না।’
ইতিমধ্যেই প্রজ্ঞার বিরুদ্ধে মোককা-য় আনা অভিযোগ তুলে নিয়েছে এনআইএষ তবে তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে করা অভিযোগ এখনও রয়েছে। বিজেপির অন্দর এমন নেতা-নেত্রীর ভিড়েই ভরে গেছে।