এবার পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নয়াগ্রাম। এমনকি অভিযোগ উঠেছে নয়াগ্রামের জামিরাপাল এলাকায় তৃণমূলের পতাকা ছেঁড়ারও। যা ঘিরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। সেখানে পুলিশের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। হামলায় আহত হয়েছেন ৩ পুলিশকর্মী। মারধর করা হয় ২ জন সিভিক ভলান্টিয়ারকে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
অন্যদিকে, তৃণমূলের ওপর হামলাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বারাসতও। নামানো হয় র্যাফ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। বারাসতে এবার লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। নির্বাচনের সময় থেকেই বারাসতে মাঝেমধ্যেই বিজেপি হামলা চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। আর এবার বারাসত ৩ নম্বর ওয়ার্ডে আগুন জ্বলল। পুলিশ সুপারের অফিসের কাছেই তৃণমূলের ওপর হামলা চালায় বিজেপি। শুরু হয় বোমাবাজি। ১০টি বাড়িতে ভাঙচুরও চালায় বিজেপির দুষ্কৃতীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।