এবার সরকারি হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে হাপিত্যেশ করার দরকার নেই। কারণ তার পরিবর্তে এবার বাড়িতে বসে অনলাইনে কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট। রোগীর পরিবারের সুবিধায় নয়া উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্যদফতরের।
ইতিমধ্যে শহরের এনআরএস, এসএসকেএম, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অনলাইনে বহির্বিভাগের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে৷ এছাড়াও মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদহ, বর্ধমান, উত্তরবঙ্গ, পুরুলিয়া, কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালগুলিতেও রোগীরা একই পরিষেবা পাবেন৷
ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার দিকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাধারণ মানুষের যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই এই নতুন উদ্যোগ নিল সরকার। হাসপাতালের বহির্বিভাগে তাই টিকিট কাটতে গিয়ে নাকাল হতে হয় রোগীর পরিজনদের৷ নির্ঝঞ্ঝাটে যাতে প্রত্যেক মানুষ চিকিৎসা পরিষেবা পেতে পারেন তাই নয়া উদ্যোগ নিল স্বাস্থ্যদফতর। এবার আর হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটার জন্য কাউকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না৷ পরিবর্তে অনলাইনেই কাটা যাবে হাসপাতালের টিকিট। সরকারি হাসপাতালগুলির ভোলবদলে গিয়েছে৷ আগের থেকে অনেক বেশি ঝাঁ চকচকে হয়ে গিয়েছে সেগুলি৷ পরিষেবারও মানোন্নয়ন ঘটেছে৷ সাধারণত নার্সিংহোমের পরিবর্তে সরকারি হাসপাতালেই ভিড় জমান অধিক সংখ্যক রোগী৷
এবার একনজরে দেখে নেওয়া যাক সেই পদ্ধতি৷ প্রথমে স্বাস্থ্যদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in -এ যেতে হবে৷ তারপর ‘OPD Tickests Booking’ অপশনে যেতে হবে। অথবা http://onlinehmis.wbhealth.gov.in এই লিংকে ক্লিক করতে হবে৷ এরপর আপনার মোবাইল নম্বর দিন৷ তাতেই আপনি OTP পাবেন৷ এবার আপনার কাছে আসা OTP নম্বরটির মাধ্যমে মোবাইল নম্বর যাচাই করুন৷ নতুন একটি পেজ খুলবে৷ সেখানে Drop Down Menu থেকে যেকোনও সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট নিয়ে নিন৷ কবে কোথায় কোন চিকিৎসককে পাবেন আর কাকে আপনার প্রয়োজন তাও দেখে নিতে পারবেন অনলাইনে৷