দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তি, বা যে কোনো কারণেই হোক কোন ব্যক্তির যখন সাহায্য পাবার কথা, তেমন পরিস্থিতিতে যদি তাঁকে সাহায্য না করার বদলে, মোবাইল ক্যামেরায় তাঁর ছবি তুলতেই ব্যস্ত হয়ে যান, তবে সমস্যায় পড়তে হতে পারে৷ এবার এই বিষয়টিকে কড়া হাতে সামলাতে চাইছে প্রশাসন। দুর্ঘটনাগ্রস্তকে সাহায্য না করে তাঁর ছবি তুললেই এবার আটক করা হবে বলে জানিয়েছে নয়ডা পুলিশ। মোটা টাকা জরিমানাও করা হবে।
দুর্ঘটনা ও আহত ব্যক্তির ছবি ও ভিডিয়ো তুলে ইন্টারনেটে বিভিন্ন সাইট ও টিভির নিউজ চ্যানেলগুলিতেও অনেক সময় বিক্রি করা হয়। টাকা রোজগারের ধান্দায় মানুষ মানবিকতা ভুলেছে বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার অনিল কুমার ঝাঁ। রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে দুর্ঘটনাগ্রস্তের ছবি তোলার হিড়িকে সময় মতো চিকিৎসা পান না আহত ব্যক্তি। ফলে মৃত্যু অবধি হয়। এই ছবি তোলার কারণে যানজট তৈরি হয়ে যায় রাস্তায়। তাই অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি পৌঁছতেও সমস্যা দেখা দেয়। এই কারণেই এবার দুর্ঘটনাগ্রস্তের ছবি তুললেই নয়ডায় দিতে হবে জরিমানা।