গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ বলে এর আগে তাঁকে অসম্মান করেছেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। শুধু তাই নয়, বিজেপির ঊষা ঠাকুরও বলেছিলেন, ‘গডসে একজন রাষ্ট্রবাদী ছিলেন। তিনি জীবনভর দেশের জন্য চিন্তা করেছেন।’ এভাবেই যখন পরোক্ষভাবে গান্ধীজির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি নেতৃত্ব, তখন দেখা গেল মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে নির্মিত শৌচালয়ের টাইলসেও রয়েছে মহাত্মা গান্ধীর ছবি! বুলন্দশহরের এই ঘটনায় বিতর্ক ছড়িয়ে পডার পর এক সরকারি অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
তবে শুধু গান্ধীজিই নন, শৌচালয়ের টাইলসে রয়েছে অশোক চক্রের ছবিও! প্রসঙ্গত, বুলন্দশহরের দিবাই তেহশিলে ইছাওয়াড়ি গ্রামে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে ৫০৮টি শৌচালয় নির্মিত হয়। তার মধ্যে ১৩টি শৌচালয়ের টাইলসে মহাত্মা গান্ধী ও অশোক চক্রের ছবি রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে কেন্দ্র। কী করে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জানা গেছে, সোমবার টয়লেটের টাইলসে গান্ধীজি ও অশোক চক্রের ছবি থাকার কথা গ্রামবাসীরাই স্থানীয় প্রশাসনে জানান। তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। এ হেন ঘটনার ফলে ফের প্রকাশ্যে চলে এল বিজেপির গান্ধী বিদ্বেষ।