নিমতায় তৃণমূল নেতা খুনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে। অভিযোগের তীর ছিল বিজেপির দিকে। শার্প শ্যুটার সুজয় দাসকে হায়ার করে ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু-ই।
মঙ্গলবার সন্ধ্যায় পাড়ার মুখে দাঁড়িয়েছিলেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। ঠিক তখনই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীদল। বাইকে করে আসে দুষ্কৃতীরা। তারপর গুলি করে চম্পট দেয়।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় যে, এটা কোনও পাকা হাতের কাজ। কারণ যেভাবে চলন্ত বাইক থেকে বাঁ হাতে নিশানা করে তৃণমূল নেতাকে গুলি করা হয়েছে, তা কোনও শার্প শ্যুটার ছাড়া সম্ভব নয়। এরপরই ধৃত বিজেপি কর্মীদের জেরায় উঠে আসে সুপারি কিলার নিয়োগের কথা।