আজ খুশির ঈদ। সবাই যখন মেতেছে পবিত্র ঈদের উদযাপনে ঠিক তখনই ফের পুলওয়ামা উত্তপ্ত হল জঙ্গী হানায়। আবার ঝরল রক্ত। আজ সকালে পুলওয়ামার এক বাড়িতে ঢুকে এক মহিলাকে গুলি করে মারল জঙ্গীরা। মৃতার নাম নাগিনা বানো।
পুলিশ জানিয়েছে, নাগিনা বানো নামে ওই মহিলার বাড়িতে জোর করে ঢোকে জাঙ্গীরা। বাধা দিলে তাঁকে গুলি করে খুন করা হয়। সুলতান নামে আরও এক ব্যক্তিও হামলায় গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা জঙ্গী বলেই অনুমান করছে পুলিশ। নাগিনার স্বামী মহম্মদ ইউসুফ লোনও ২০১৭ সালে জঙ্গিদের হাতে নিহত হন।
সেনা সূত্রে খবর, ইদের দিনে অশান্তি ছড়াতে ফের হামলা চালাতে পারে জঙ্গীরা। চলতি মাসেই পুলওয়ামার এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি। প্রাণ গিয়েছে এক সেনা জওয়ানেরও। তার আগে ৪ লস্কর জঙ্গিকে খতম করেছিল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল ফোর্স। জইশ, লস্কর, হিজবুলের বেশ কিছু মাথা ফের বড়সড় নাশকতার জন্য উপত্যকার নানা জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।
এর আগে গতকালই ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ করা হয় এক তালিকা৷ যে তালিকায় রয়েছে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস সৃষ্টি করা ১০ মোস্ট ওয়ান্টেড টেররিস্টের নাম৷ তালিকার শীর্ষে রয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা ও উপত্যকায় হিজবুলের প্রধান রিয়াজ আহমেদ নাইকুর নাম৷ নাইকু ২০১০ সাল থেকে হিজবুলের সঙ্গে যুক্ত৷ কাশ্মীরে একাধিক নাশকতার সঙ্গে সে জড়িত বলে অভিযোগ৷ এই নামগুলি প্রকাশ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আরও সংগঠিত করতে চাইছে ভারতীয় সেনা বলেই খবর৷