বিশ্বকাপের ভরা মরশুমের মধ্যেই ২০১৯-২০ মরশুমে ঘরের মাঠে ভারতীয় দলের ক্রীড়াসূচি প্রকাশ করল বিসিসিআই। বিশ্বকাপ শেষ হলেই ভরা ক্রিকেট মরশুম। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া আসবে এদেশে সিরিজ খেলতে। তারই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বোর্ড। এর মধ্যে ইডেনে হবে দুটি ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ।
২০১৯-২০ মরশুমে ঘরের মাটিতে পাঁচটি টেস্ট, ন’টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিরাট কোহলি অ্যান্ড কোং। চলতি বছর ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গান্ধী-ম্যান্ডেলা ফ্রিডম ট্রফি দিয়ে মরশুম শুরু করবে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা। তারপরই ভারত সফরে আসবে প্রতিবেশি বাংলাদেশ। বাংলার বাঘদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে হবে ভারতকে। সেই সিরিজ শুরু হবে এ বছরের ৯ নভেম্বর থেকে। তারই মধ্যে দ্বিতীয় টেস্টটি পেল ইডেন। কলকাতায় ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে ২২ নভেম্বর থেকে। তবে এবছরে আর কোনও ম্যাচ পায়নি ইডেন। ঘরের মাঠে ‘বিরাট লড়াই’ দেখতে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে শহরবাসীদের।
সেই দুটি সিরিজের পর ভারত মুখোমুখি হবে ক্যারিবিয়ান তারকাদের। ডিসেম্বরের মাঝামাঝি সময় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শুরু সীমিত ওভারের লড়াই। তাদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবেন কোহলিরা। এরপর পালা জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে নামার। আগামী বছর জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই প্রতিপক্ষ। সেই সিরিজ শেষ হতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে বাইশ গজের মহারণ। দুই দলের মধ্যে হবে তিনটি একদিনের ম্যাচ। আর মার্চে ওয়ানডে সিরিজের জন্য ফের ভারত সফরে আসবে প্রোটিয়াবাহিনী। সেই ম্যাচগুলিরই একটি ফের হবে ক্রিকেটের নন্দন কাননে। ১৮ মার্চ তৃতীয় তথা শেষ ম্যাচ কলকাতায় খেলবে দুই দল। এছাড়াও এই মরশুমে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এককথায়, আগামী মরশুমেও ঠাসা ক্রীড়াসূচি কোহলি অ্যান্ড কোংয়ের।
দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সেই সূচী-
ফ্রিডম ট্রফি- বনাম দক্ষিণ আফ্রিকা
প্রথম টি-২০- ১৫ সেপ্টেম্বর, ধরমশালা
দ্বিতীয় টি-২০- ১৮ সেপ্টেম্বর, মোহালি
তৃতীয় টি-২০- ২২ সেপ্টেম্বর, ব্যাঙ্গালোর
প্রথম টেস্ট- ২-৬ অক্টোবর, বিশাখাপত্তনম
দ্বিতীয় টেস্ট- ১০-১৪ অক্টোবর- রাঁচি
তৃতীয় টেস্ট- ১৯-২৩ অক্টোবর, পুণে।
বনাম বাংলাদেশ-
টি-টোয়েন্টি সিরিজ:
৩ নভেম্বর- প্রথম টি-টোয়েন্টি- দিল্লী
৭ নভেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি- রাজকোট
১০ নভেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি- নাগপুর
টেস্ট সিরিজ:
১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা
বনাম ওয়েস্ট ইন্ডিজ-
প্রথম টি-২০- ৬ ডিসেম্বর, মুম্বই
দ্বিতীয় টি-২০-৮ ডিসেম্বর, তিরুভনন্তপূরম
তৃতীয় টি-২০- ১১ ডিসেম্বর, হায়দ্রাবাদ
প্রথম ওডিআই- ১৫ ডিসেম্বর, চেন্নাই
দ্বিতীয় ওডিআই- ১৮ ডিসেম্বর, ভাইজাগ
তৃতীয় ওডিআই- ২২ ডিসেম্বর, কটক।
বনাম জিম্বাবোয়ে-
প্রথম টি-২০- ৫ জানুয়ারি, গুয়াহাটি
দ্বিতীয় টি-২০- ৭ জানুয়ারি, ইন্দোর
তৃতীয় টি-২০- ১০ জানুয়ারি, পুণে।
বনাম অস্ট্রেলিয়া-
প্রথম ওডিআই- ১৪ জানুয়ারি, মুম্বই
দ্বিতীয় ওডিআই- ১৭ জানুয়ারি, রাজকোট
তৃতীয় ওডিআই- ১৯ জানুয়ারি, বেঙ্গালুরু।
বনাম দক্ষিণ আফ্রিকা-
প্রথম ওডিআই- ১২ মার্চ, ২০২০, ধরমশালা
দ্বিতীয় ওডিআই- ১২ মার্চ, ২০২০, লঘনৌ
তৃতীয় ওডিআই- ১৮ মার্চ, ২০২০, কলকাতা।