ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগল শরিক শিবসেনা। দেশে বেকারি ও আর্থিক বৃদ্ধি নিয়ে কেন্দ্রের চড়া সমালোচনা করেছে তারা। বেকারি, মুদ্রাস্ফীতি, এবং শিল্পের বৃদ্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করা হয়েছে দলীয় মুখপত্র সামনায়।
মোদীর গঠিত নতুন ক্যাবিনেট সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিসের তথ্য প্রকাশ করে। যাতে দেখা যায়, দেশে বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, সিএসও-র তথ্যেই প্রকাশ পাচ্ছে ২০১৪-র প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বছরে দু কোটি চাকরির সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। একথা স্মরণ করিয়ে সামনায় লেখা হয়েছে, ‘এটা ভুলে গেলে চলবে না, আগেকার সরকার প্রতিবছর দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল’।
সরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ কমেছে বলে মন্তব্য করেছে সামনা। শিবসেনার কথায়, পাঁচ বছরে ১০ কোটি চাকরির সুযোগ তৈরি হওয়ার কথা। কিন্তু সেটা হয়নি। আসল কথা হল আয় বৃদ্ধি কমে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুযোগ কমেছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। এই মন্তব্য করা হয়েছে শিবসেনার মুখপত্রের সম্পাদকীয়তে। তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে ২০১৬-১৭ সালে কেন্দ্রে চাকরি প্রাপ্তদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ, সেখানে ২০১৭-১৮ সালে সেই সংখ্যাটা নেমে গিয়েছে ৭০ হাজারে। এই নিয়োগ প্রক্রিয়ায় ইউপিএসসি এবং এসএসসির তথ্যও তুলে ধরা হয়েছে। শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, রেল এবং ব্যাঙ্কেও চাকরির সুযোগ কমেছে।
শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, যেখানে ২০১৫-১৬ সালে সারা দেশে ৩৭ লক্ষ চাকরির প্রয়োজন ছিল, সেখানে চাকরির সুযোগ তৈরি হয়েছে মাত্র ১,৪৮,০০০ । ২০১৭-১৮ সালে যেখানে ২৩ লক্ষ চাকরির সুযোগ তৈরির দরকার ছিল সেখানে তৈরি হয়েছিল ৯,২১, ০০০। দেশের অর্থনীতি সমস্যায় রয়েছে, মন্তব্য করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে চাকরির সুযোগ তৈরির উপায় বের করার দাবি করা হয়েছে।