আগামীকাল বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। প্রথম ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির। ব্যথা দূর করে ফের চেনা মেজাজে কোহলি।
তবে ভারতীয় শিবিরের চোখ এখন বেশি করে আবহাওয়ার দিকে। সোমবারেই বৃষ্টি হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস দেখতে গিয়ে ভারতীয় দলের মস্তিষ্করা খোঁজ পেয়েছেন, বুধবার ম্যাচের দিনেও বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। হাওয়া অফিসের তথ্য মাথায় রেখে তাই দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্করকে তৈরি রাখা হচ্ছে।
আবহাওয়ার কারণে লড়াই এখন কেদার যাদবের সঙ্গে বিজয় শঙ্করের। ঘন-ঘন চোট পাওয়ার প্রবণতা আছে কেদারের। আইপিএলের সময় আহত হয়ে বিশ্বকাপে যাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কেদার এখন পুরোপুরি সেরে উঠলেও যদি মেঘলা আবহাওয়া থাকে, তা হলে তাঁকে বাইরে বসতে হতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ ব্যাটসম্যান বিসর্জন গিয়ে বাড়তি অলরাউন্ডার খেলাতে পারেন কোহালিরা।
ভারতীয় দল মনে করছে, সাউদাম্পটনের আবহাওয়ায় শঙ্করের ব্যাটিং তো কাজে লাগতেই পারে, আবার মেঘলা আকাশ থাকলে তার ফায়দা তুলতে পারেন মিডিয়াম পেস সুইং বোলিংয়েও। কারও কারও অবশ্য মনে হচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই শঙ্করকে নামিয়ে দেওয়া তাঁর উপরে চাপ তৈরি করা হবে না তো? এমনিতেই গোটা আইপিএলে তিনি দারুণ কিছু করেননি। প্রস্তুতি ম্যাচে ব্যর্থ। হার্দিক পাণ্ড্যর মতো তিনি দারুণ প্রতিভাবান বলেও কেউ কখনও দাবি করেনি। বরং বিস্ময় এবং তর্কই চলছে ক্রিকেটমহলে তাঁর নির্বাচনকে ঘিরে। সন্দেহ নেই, সাউদাম্পটনে যদি অভিষেক ঘটে শঙ্করের, সব নজর তাঁর দিকেই থাকবে।
আর একটি কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে ভারতীয় শিবিরকে। দুই পেসার খেলানো হলে এত দিন মনে করা হচ্ছিল, যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি খেলবেন। কিন্তু মেঘলা আবহাওয়া থাকলে ভারতের সেরা সুইং বোলার ভুবনেশ্বর কুমারকে বাইরে রাখাও কঠিন। সেক্ষেত্রে কি কুল-চা জুটি ভেঙে ফেলা হবে? এক জন রিস্টস্পিনার কমিয়ে ভুবিকে খেলানো হবে? সোমবারের বৃষ্টি এবং নেট সেশনের পরে এই প্রশ্নও ঘুরতে শুরু করেছে।
অন্যদিকে এক দিন বিশ্রাম নেওয়ার পরে সোমবার আবার সাউদাম্পটনে পুরোদমে অনুশীলন শুরু হয়ে গিয়েছে ভারতের। যে অনুশীলনে দেখা গেল ফিল্ডিং এবং ব্যাটিং অনুশীলনে নেমে পড়েছেন ভারত অধিনায়ক। সোমবারের নেটে ভারত অধিনায়ককে এ ভাবে ব্যাট করতে দেখে অনেকেই নিশ্চিন্ত হয়েছেন। চিন্তা দূর হয়েছে ভারতীয় সমর্থকদের। যে আঙুলে কোহালির চোট লেগেছিল, সেখানে যন্ত্রণা থাকলে ব্যাট করার সময় কোহালির বটম হ্যান্ড গ্রিপে সমস্যা হত। নেটে অবশ্য কোহালিকে স্বচ্ছন্দেই ব্যাট করতে দেখা গিয়েছে। এমনকি শর্ট বলের মহড়াও নেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ভারতীয় দলে প্রস্তুতি চলছে শর্ট বল খেলার। সোমবার অনুশীলনে রোহিত শর্মা শর্ট বল খেলার জন্য ডেকে নিয়েছিলেন ভারতীয় পেসারদের। মহম্মদ শামি ও খলিল আহমেদের বিরুদ্ধে হুক, পুল মেরে ভালই ব্যাট করতে দেখা যায় রোহিতকে। তার আগে স্পিনারদের খেলতে গিয়ে যুজবেন্দ্র চহালকে বেশ কয়েক বার গ্যালারিতে ফেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। কিন্তু এর পরেই থ্রো-ডাউন অনুশীলন করতে গিয়েই চোট পান ভারতীয় দলের সহ-অধিনায়ক। আচমকা বল এসে লাগে রোহিতের গ্লাভসে। চোট পেয়ে যন্ত্রণায় হাত ঝাঁকাতে থাকেন তিিন। মাঠে ছুটে যান দলের ফিজিয়ো, চিকিৎসকরা। তাঁদের প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠেন রোহিত। পরে অস্বস্তি কাটিয়ে ব্যাটও করেন ভারতীয় ওপেনার। চিন্তা দূর হয় অনুশীলন দেখতে আসা ভারতীয় সমর্থকদের। তবে সব মিলিয়ে বেশ স্বস্তিকর পরিস্থিতিতেই মাঠে নামতে চলেছে ভারত।