গত শুক্রবার প্রথম ম্যাচে ক্যারিবিয়ান পেসারদের সামনে পাক ব্যাটসম্যানরা অসহায় আত্মসমপর্ণ করলেও গতকাল ইংরেজ বোলারদের বিরুদ্ধে সপ্রতিভ ছিলেন পাক ব্যাটসম্যানরা৷ ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সামনে ৩৪৯ রানের টার্গেট দিয়েছিল ‘মেন ইন গ্রিন’৷ দাপট দেখালেও শেষ পর্যন্ত ১৪ রানে হেরে গেল ইংল্যান্ড।
ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো না হলেও মাঝে জো রুট এবং জস বাটলারের জোড়া শতরান কিছুটা আশার আলো দেখিয়েছিল। কিন্তু শেষের দিকে বিশেষ বেগ দিতে পারেনি টেল এন্ডাররা। ৩৯ তম ওভারে রুট এবং ৪৫ তম ওভারে ফিরে যান বাটলার। তারপরেই ধস নামে ইংল্যান্ড শিবিরে।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে ছন্দে পাওয়া গিয়েছে। দুই ওপেনারও শুরুটা বেশ ভালই করেছিলেন। দলের হয়ে তিন জন প্লেয়ার এদিন অর্ধশতরান করেছেন। তাঁদের মধ্যে মহম্মদ হাফিজের খেলা ছিল সত্যিই অনবদ্য ৬২ বল খেলে ৮৪ রান করেন হাফিজ। ৮টি চার এবং ২টি ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস। বাবর আজম করেছেন ৬৩ রান। অধিনায়ক সরফরাজের ব্যাট থেকে উঠে আসে ৫৫ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট তুলে নেন ক্রিস ওকস এবং মইন আলি।
পাক বোলাররা এদিন বল হাতেও কামাল করেছেন। সব উইকেট ফেলতে না পারলেও রান আটকানোর চেষ্টায় অনেকটাই সফল তাঁরা। শাদাব খান এবং মহম্মদ আমির তুলে নিয়েছেন দুটি করে উইকেট। ওয়াহাব রিয়াজ তুলে নিয়েছেন তিনটি উইকেট। মহম্মদ হাফিজ এবং শোয়েব মালিক একটি করে উইকেট নিয়েছেন।