সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলাতে ১৮টি আসন পেয়েছে বিজেপি। আর তারপরেই বাংলা জুড়ে তান্ডব শুরু করেছে গেরুয়া বাহিনী। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের ওপর হামলা, কার্যালয় দখল, ‘জয় শ্রীরাম’ বলে গন্ডগোল বাঁধানোর চেষ্টা ইত্যাদি লেগেই আছে। এবার জগদ্দলে বিশ্ববাংলার লোগোতে ‘ব’-এর জায়গাতে লেখা হল রাম।
ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার জগদ্দল। সেখানকার একটি হনুমান মন্দিরে এই ঘটনা ঘটেছে। বিশ্ববাংলার লোগোয় লিখে দেওয়া হয়েছে রাম। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারোরই বুঝতে বাকি থাকে না যে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা বুঝতে আর কারোর বাকি নেই। এই খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিন সকালে বিষয়টি নজরে আসার পর থেকেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। ওই হনুমান মন্দিরের সেবায়েত ধনঞ্জয় দাস। তিনি জানান, সকালে এসে বিষয়টি তাঁর নজরে আসে। কারা এই কাজ করেছে, সেই বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না। এই ঘটনায় খবর যায় পুলিশে। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। তবে এখনই পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। যদিও এই কাজে বিজেপির কর্মীরা জড়িত আছে বলেইস্থানীয়দের দাবি।
গত লোকসভা ভোটের থেকে এই লোকসভা ভোটে বিজেপির আসন বৃদ্ধি হতেই তাঁরা যেন কার্যত সাপের পাঁচ পা দেখেছে। তাঁদের যা ইচ্ছা তাই করছে। কিছুদিন আগে মমতা বন্দ্য্যোপাধ্যায়ের গাড়ির সামনেও গেরুয়া বাহিনী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সৃষ্টি করে ব্যাপক গন্ডগোলের। গত শনিবারেও কাঁচরাপাড়ায় শ্রীরাম ধ্বনি দিয়ে ব্যাপক ঝামেলার সূত্রপাত হয়েছিল। আর এই পরিস্থিতে বিশ্ববাংলার গেটে লিখে দেওয়া হল রাম। তবে বাংলার মানুষ গেরুয়া শিবিরের এই গুন্ডামিতে ভুলছেন না, তাঁরা আস্থা রাখছেন শান্তিতেই।