আরো একবার দুর্ধর্ষ ফর্ম জারি থাকল রজার ফেডেরারের। রবিবারও স্ট্রেট সেটে (৬-২, ৬-৩, ৬-৩) লিওনার্দো মায়েরকে হারিয়ে তিনি চলে গেলেন কোয়ার্টার ফাইনালে। রবিবার শুরু থেকেই ছন্দে ছিলেন ফেডেরার। প্রথম সেট খুব দ্রুত ৫-১ করে ফেলেন ফেডেক্স। তার পর সেট পকেটে পোরা ছিল সময়ের অপেক্ষা। দ্বিতীয় সেটেও দ্রুত প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন ফেডেরার। এ দিন প্রথম দু’টো সেট মাত্র ৬৭ মিনিটে পকেটে পুরে ফেলেন। সেখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল।
তাঁর সঙ্গেই শেষ আটে পৌঁছে গেলেন জোহানা কোন্টা, পেত্রা মার্টিচ। আনাস্তাসিয়া সেবাস্তোভাকে হারিয়ে শেষ ষোলোয় মার্কেটা ভনদ্রৌসোভা। রাফায়েল নাদালও রাজকীয় মেজাজে টপকে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালের গণ্ডি। খুয়ান ইগনাসিয়ো লন্দেরোর বিরুদ্ধে তিনি ৬-২, ৬-৩, ৬-৩ জয় তুলে নিলেন। সিসিপাস ও ওয়ারিঙ্কার ম্যাচ পঞ্চম সেটে গড়াল। ম্যাচের ফল ওয়ারিঙ্কার পক্ষে ৭-৬, ৫-৭, ৬-৪, ৩-৬, ৮-৬। আর্জেন্তিনার টেনিস প্লেয়ার তৃতীয় সেটেও দ্রুত তাঁর সার্ভিস খুইয়ে ফেলেন। ফেডেরারের জেতাটা ছিল সময়ের অপেক্ষা। ২০০৯ সালে মাত্র একবারই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন ফেডেরার।
ব্রিটেনের এক নম্বর জোহানা কোন্টা ক্লে-কোর্টে তাঁর দুরন্ত ফর্ম ধরে রাখলেন। ক্রোয়েশিয়ার ২৩তম বাছাই ডোনা ভেকিচকে ৬-২, ৬-৪ হারালেন তিনি। জয়ের পর কোন্টা বলছেন, “কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটা ম্যাচ জিততে পারা নিঃসন্দেহে বড় ব্যাপার। গোটা ম্যাচ ধরেই আমি ভালো খেলেছি”।