আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ‘যুদ্ধ’ – আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট জ্বরে কাবু গোটা বিশ্ব। তাই এই বিশ্বকাপের উন্মাদনাকে মাথায় রেখে অভিনব ডুডল তৈরি করল গুগল।
এই ডুডলটির বেশ কিছু বিশেষত্ব আছে। ডুডলটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো। গুগল শব্দটির ইংরেজি অক্ষর ‘ও’ এবং ‘এল’ অক্ষরের বদলে জায়গা নিয়েছে ক্রিকেট বল ও স্ট্যাম্প। এছাড়ার এতে অ্যানিমেশনের মাধ্যমে ফুটে উঠবে ক্রিকেট খেলা। যেখানে একজন বোলার বল করবে, ব্যাটসম্যান শট মারবে ও ফিল্ডার ক্যাচ লুফবে। এর পাশাপাশি আরও একটি বৈশিষ্ট্য রয়েছে। ওই ডুডলে ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ যেখানে বিশ্বকাপের পুর্ণাঙ্গ সূচি দেওয়া রয়েছে। খেলা শুরু হলে দেখা যাবে লাইভ স্কোরও।
উল্লেখ্য, আজ দুপুরে লন্ডনের ওভাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। স্বভাবতই, বিশ্বকাপের উন্মাদনার মধ্যে গুগলের এই নয়া ডুডল নজর কেড়েছে আপামর ক্রিকেটপ্রেমীদের।