জগন্মোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে, বৃহস্পতিবার জগন্মোহন রেড্ডির সঙ্গে দেখা করে আটচান নায়ডু, পি কেশব এবং জি শ্রীনিবাস রাও-সহ টিডিপি নেতৃত্বের একটি প্রতিনিধি দল। গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ফল প্রকাশিত হয়। তাতে ১৭৫টি আসনের মধ্যে ১৫১টিতেই জয়ী হয় জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস।
রাজ্যের সাধারণ মানুষের কল্যাণে জগন্মোহনের সরকারকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়ে চন্দ্রবাবু বলেন, ‘‘নতুন সরকার আসছে। ওদের সময় দিতে হবে। কিছু প্রতিশ্রুতি দিয়েছিল ওরা। তা পূরণ করার সময় দিতে হবে ওদের।’’ অন্য দিকে, অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে তিনটিতে জয়লাভ করে টিডিপি। ওয়াইএসআর কংগ্রেস জেতে ২৩টি আসন।