আজ, বুধবার ফের একবারের জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেডি নেতা নবীন পট্টনায়েক। এই নিয়ে টানা পঞ্চমবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়লেন তিনি। আজ তাঁর এই খুশির দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবীন পট্টনায়েককে উল্লেখ করে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘অভিনন্দন। পঞ্চম বারের জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নবীন বাবু। আমরা আপনাকে শুভকামনা জানাচ্ছি। উড়িষ্যাবাসীকেও অনেক অনেক শুভেচ্ছা।’ এভাবেই পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর জয়ে অভিনন্দন জানিয়ে আরও একবার নিজের সৌজন্যের রাজনীতির পরিচয় দিলেন মমতা।
