পুলওয়ামার বিস্ফোরণের পরও শিক্ষা নেয়নি মোদী সরকার। লোকসভা নির্বাচনে সেনা নিয়ে এত কথা বলা হলেও সেনা সুরক্ষার ব্যাপারে উদাসীনই থেকে গেছে মোদী সরকার। লাগাতার অশান্ত দেশের উপত্যকা। প্রায় প্রতিদিনই জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়েক খবর পাওয়া যায়। ২০১৯-এর প্রথম চার মাসেও পরিস্থিতির সামান্য বদলও হয়নি।
এই চার মাসে এখনও পর্যন্ত উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে ১৭৭টি। তাতে ৬১ জন নিরাপত্তা অফিসার, ১১ জন সাধারণ মানুষের মৃত্যু ও ১৪২ জন মানুষ গুরুতর আহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের সমাজকর্মী রোহিত চৌধুরির করা একটি আরটিআই-এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সুলেখা বিবৃতিতে জানিয়েছেন এই পরিসংখ্যানের কথা। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ৭৩ জন নিরাপত্তারক্ষী ও ৬৯ জন সাধারণ নাগরিক রয়েছেন।
সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছিলেন, এ বছরে যৌথ অভিযান চালিয়ে ৮৬ জন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। একইসঙ্গে ৪৫০ জন সন্ত্রাসবাদীর খোঁজ পাওয়া গিয়েছে যারা এলওসি বরাবর তাদের কার্যকলাপ চালাচ্ছে। এতে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে দাবি করেছেন তিনি।
মোদী মন্ত্রিসভার নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ হবে এই পরিসংখ্যান। কি করে উপত্যকাতে শান্তির বাতাবরণ বইয়ে দিতে পারেন মোদী এবং উপত্যকার শান্তি কবে ফিরবে এখন সেটাই দেখার।