সপ্তদশ লোকসভা মিটে গেছে। আবার সব রাজ্যগুলো নিজের ছন্দে ফিরে আসছে। বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবার প্রশাসন সঠিক পথে চালনা হচ্ছে। প্রশাসনে অনেক রদবদল করা হয়েছে। তারপরই প্রশাসন এবং উন্নয়নের কাজের পর্যালোচনা করতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন নবান্ন সভাঘরে বৈঠক হবে।
লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম বেশ কয়েকমাস ধরে ব্যাহত হয়েছে। মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে বলেন, ‘নতুন জেলাশাসক ও পুলিশ সুপার নিজেদের দায়িত্ব বুঝে নিন। সামনেই ঈদ। উৎসব পর্ব মিটে গেলে আমি সবাইকে নিয়ে বৈঠকে বসব।’ প্রসঙ্গত, তৃণমূল সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের পর্যালোচনা বৈঠক শুরু করেন। সেইসব বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য, সব দপ্তরের সচিব, যুগ্ম সচিব, জেলা শাসক, পুলিশ সুপাররা উপস্থিত থাকেন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার পাশাপাশি, কোথায় কী কাজ হচ্ছে, সেই কাজের অগ্রগতি কতটা, তা তিনি খতিয়ে দেখেন। ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। এই বৈঠকের তিনি জেলা স্তরে বৈঠক করেন। জেলাশাসক এবং পুলিশ সুপার পদে যাঁরা নতুন এলেন, তাঁদের কোনো সমস্যা কী না তাও এই বৈঠকে জানতে চাওয়া হবে। নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও হিংসা নিয়ন্ত্রণ করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তাও পর্যালোচনা করা হবে।