গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল জীবনের দ্বাদশ ফরাসি ওপেন খেতাব জয়ের দিকে একধাপ এগোলেন। সোমবার রোলাঁ গারোর প্রথম রাউন্ডে জার্মানির ইয়ানিক হানফম্যানকে হারালেন তিনি। ১৭ টি গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এদিনের ম্যাচটি জিতলেন ৬-২, ৬-১, ৬-৩ সেটে।
তবে ফরাসি ওপেনে দ্বিতীয় দিনের চমক বলতে ক্যারোলিন ওজনিয়াকির ছিটকে যাওয়া। আর, প্রত্যাশিত ফল হল রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং সেরেনা উইলিয়ামসের স্বচ্ছন্দে পরের রাউন্ডে চলে যাওয়া।
প্রথম রাউন্ডেই বিশ্বের ৬৮ নম্বরের কাছে হেরে ছিটকে গেলেন ক্যারোলিন ওজনিয়াকি। রুশ প্রতিপক্ষ ভেরোনিকা কুদেরমেতোভার কাছে প্রাক্তন বিশ্বের এক নম্বর হারলেন ০-৬, ৬-৩, ৬-৩। হারের পর ওজনিয়াকি বলছেন, “আমি হতাশ। এর আগে পর্যন্ত এই বছরে ভালোই খেলছিলাম। ফের কঠোর পরিশ্রম করে আমি ফিরে আসব।”
অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে নাদাল খেলবেন আর এক জার্মানির খেলোয়াড় ইয়ানিক মাডেনের বিরুদ্ধে। ফরাসি ওপেনে ঈর্ষণীয় পারফরম্যান্সের ফলে নাদাল ইতিমধ্যেই ইতিহাসে স্থান করে নিয়েছেন।