ভোট পরবর্তীতে ফের উতপ্ত ঝাড়খন্ড। ঝাড়খন্ডের সরাইকেলার কুচাই এলাকায় মঙ্গলবার ভোর ৪.৫৩ নাগাদ আইইডি বিস্ফোরণে ঘটে। স্পেশাল অপারেশনে গিয়ে ঝাড়খন্ডে মাওবাদীদের আক্রমণের মুখোমুখি সেনা-পুলিশ স্পেশাল ফোর্স। আইইডি বিস্ফোরণে ১১ জনের জখম হওয়ার খবর মিলেছে। সূত্রের খবর, জখমদের মধ্যে সিআরপিএফ, কোবরা ব্যাটেলিয়নের জওয়ান এবং ঝাড়খণ্ড পুলিশের কয়েকজন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিৎসার জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রাঁচিতে।
কমান্ডো ব্যাটেলিয়ান ফর রেজুলিউট অ্যাকশন এবং ঝাড়খণ্ড পুলিশের একটি দলকে লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়। ভোরবেলা কোবরা এবং ঝাড়খণ্ড পুলিশের দল বিশেষ অভিযানে বেরিয়েছিল যখন এই আইইডি বিস্ফোরণ হয়। গুরুতর আহত হয়েছেন ৮ জন কোবরা কমান্ডো এবং ঝাড়খণ্ড পুলিশের ৩ কর্মী। সূত্রে খবর, আহত জওয়ানদের সকাল ৬.৫২ নাগাদ হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে রাঁচির হাসপাতালে।
তদন্তকারীদের কথায়, ভোট মিটতেই এলাকায় নাশকতা চালাতে পারে মাওবাদীরা এমন সম্ভাবনা ছিলই। সেই জন্যই শুরু হয়েছিল এই তল্লাশি অভিযান। আগে থেকেই খবর পেয়ে তাই সেনা-পুলিশ কনভয়ে হামলা চালায় মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, মাওবাদীদের গোপন আস্তানা খুঁজতেই নিয়োগ করা হয়েছিল এই স্পেশাল ফোর্স। যার মধ্যে ছিলেন সিআরপিএফ, ২০৯ কম্যান্ডো ব্যাটেলিয়নের কোবরা (কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) জওয়ানেরা। সেনা-পুলিশ কনভয় যাওয়ার পথেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।