লোকসভা ভোট ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছিল বিজেপির গুন্ডাবাহিনীর দাপাদাপি। আর ২৩ মে ভোটের ফল বের হওয়ার পর তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। বাংলা থেকে ১৮ আসন পাওয়ায় এখন আরও বেশি আগ্রাসী গেরুয়া শিবির। তাই প্রায় রোজই চলছে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর, ঘর ভাঙচুর, ঘরছাড়া করার হুমকি। চলছে জোর জবরদস্তি তৃণমূলের পার্টি অফিস দখলও। নির্বাচনী আচরণবিধি উঠতেই এবার এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির বিরুদ্ধে মুখ খুলল তাঁর দল তৃণমূলও। কীভাবে গেরুয়া সন্ত্রাসের শিকার হচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা, তার নিদর্শন স্বরূপ আজ দলের সোশ্যাল মিডিয়া সাইটে এক আক্রান্ত দলীয় কর্মীর ছবি প্রকাশ করা হয়।
ছবিতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। মাথা ফেটে গিয়েছে তাঁর। ছবির সঙ্গেই লেখা হয়েছে, ‘রক্তপিপাসু বিজেপি বর্বরভাবে বাংলায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় এবং তারপর দিল্লীতে পবিত্র ধর্মোপদেশ দেয়।’ ওই পোস্টেই বিজেপির প্রতি নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা এবং নানা আশঙ্কার কথাও জানিয়েছেন বহু তৃণমূল সমর্থক। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিজেপির হাতে আক্রান্ত বহু মানুষের ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। যা থেকে স্পষ্ট, কীভাবে রাজ্য জুড়ে হিংসার পরিবেশ তৈরি করেছে আগ্রাসী গেরুয়া শিবির, কীভাবে বাংলা ও বাঙালিকে নিশানা করা হচ্ছে। এর বিরুদ্ধেই এবার প্রকাশ্যে সরব বাংলার শাসক দল।