ভোট পর্ব মিটে গেছে। গত কিছুদিনের ভোট আবহে থেকে আসতে আসতে দেশ আগের অবস্থায় ফিরতে চলেছে। ভোটের আগে যে রদবদল এসেছিল বাংলার প্রশাসনে তাও আগের অবস্থায় আসতে চলেছে। নবান্নে জরুরি বৈঠকে ঠিক হয় কিছু রদবদল। যেমন কমিশনারের পদে ফিরিয়ে আনা হয়েছে অনুজ শর্মা। তেমনই স্বরাষ্ট্র সচিব পদ দেওয়া হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, নির্বাচনের মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চিঠি দিয়েছিল অত্রি ভট্টাচার্য। আর তারপরই তাঁকে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর ভোটপর্ব মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ভোটের কিছু দিন আগে তাঁকে শিল্প সচিবের দায়িত্বে দেওয়া হয়েছিল। সেখান থেকেই স্বরাষ্ট্র সচিব হলেন তিনি।
অত্রি ভট্টাচার্যকে যখন স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল, তখন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিবহণ দফতরের সচিব। পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সচিব হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। সেখান থেকেই পান সার্বিক শিল্প সচিবের দায়িত্ব। একই সঙ্গে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ দাস।
ভোট পর্বে একাধিক পুলিশ কর্তা ও আমলাকে সরিয়ে দিয়েছিল কমিশন। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং, ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে- এমন উদাহরণ ছিল অনেক। নির্বাচন বিধি উঠতেই এদের সেই পদে পুনর্বহাল করেছে নবান্ন।