লোকসভা ভোট ঘোষণার পরই গোটা রাজ্য জুড়ে যে গেরুয়া সন্ত্রাসের শুরু হয়েছিল, গত ২৩ মে ফল প্রকাশের পর তা আরও ভয়াবহ চেহারা নিয়েছে। বাংলায় ১৮টি আসন পাওয়ায় আরও আগ্রাসী হয়ে উঠেছে বিজেপি। আর তার ফলেই জেলায় জেলায় হাঙ্গামা শুরু করেছে তারা। রবিবার থেকেই শুরু হয়েছে জোর জবরদস্তি করে তৃণমূলের কার্যালয়গুলি দখল নেওয়ার কাজ। সেই ধারাই বজায় রইল। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়িতে তৃণমূলের কার্যালয় দখল নিল বিজেপি। প্রসঙ্গত, সকাল সকাল এলাকায় জড়ো হয়েই কার্যালয়ে ঢুকে তৃণমূলের পতাকা খুলে ফেলেন বিজেপি কর্মীরা। তারপর তাঁরা গোটা কার্যালয়ে গেরুয়া রং করে দেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। বিজেপির এ হেন তাণ্ডবে শাসক দলের কর্মীদের পাশাপাশি ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
