লোকসভা ভোটে একটিও আসন না পেয়ে ৩৯টি আসনে বামপ্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যা খুব একটা আশ্চর্যের নয়। যদিও ৩৯টি আসনে বাম প্রার্থীদের জমানত যে বাজেয়াপ্ত হতে চলেছে তা আগে একবারের জন্যও টের পাওয়া যায়নি।
২০১৪ লোকসভা নির্বাচনের তুলনায় এবার বামেদের ভোট কমেছে ২৩ শতাংশ। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, এবার বামেদের প্রাপ্ত ভোটের হার ৭ শতাংশ। যার বড় একটা অংশ চলে গিয়েছে বিজেপি’র ঝুলিতে। ফলে ৩৯টি আসনে জমানত বাজেয়াপ্ত হয়েছে বামফ্রন্টের।
তবে একা কুম্ভ হয়ে বামেদের মুখ রেখেছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনিই একমাত্র প্রার্থী, যাঁর জমানত বাজেয়াপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩ শতাংশ বেড়েছে। সেখানে বিজেপির ভোট বেড়েছে প্রায় ২৩ শতাংশ। আর বামফ্রন্টের ভোট যেখানে ছিল ২৯ শতাংশ তা এবার কমে হয়েছে মাত্র ৭ শতাংশ।
এই হিসাব থেকেই স্পষ্ট রাজ্যের শাসকদলের আসন কমলেও বামেদের দিক থেকে বিপুল সংখ্যক ভোট গিয়েছে বিজেপির ভোটবাক্সে। যার জন্য খাতা খোলা সম্ভব হয়নি বামেদের।