কাশ্মীরে দ্রাসের কাছে শ্রীনগর-লে জাতীয় সড়কে আটকে পড়েছে অসংখ্য বাঙালি পর্যটক। এই ঘটনা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকরা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছেন, এই খবর পাওয়ার পরেই রাজ্যের আধিকারিকদের নির্দেশ দেন, কাশ্মীর প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য। রাজ্যের পর্যটকদের সবরকমের সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্টসচিব। এদিন প্রশাসনিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে খবর যায় কাশ্মীরে রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার পর্যটক ধসের কারণে আটকে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন। নবান্নে থাকা রাজ্যের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য। রাজ্যের পর্যটকরা যাতে কোনওভাবে অসুবিধায় না পড়েন, নিরাপদেই যাতে তাঁরা রাজ্যে ফেরত আসতে পারেন সেই ব্যাপারেও কাশ্মীরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যের আধিকারিকরা।
পাশাপাশি রাজ্য সরকারের তরফে সেনাবাহিনীর সঙ্গেও কথা বলা হয়। কেননা এলাকা দুর্গম। যানবাহনের জন্য ষেমন দ্বিতীয় পথ নেই, পর্যটকদের কাছে অমিল জল, খাবার।
মঙ্গলবার দুপুরে লে-শ্রীনগর জাতীয় সড়কে দ্রাসের কাছে ধসে নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। সেখানে আটকে পড়ে প্রায় ছয়হাজার গাড়ি। খাবার জল ঠিকভাবে না পাওয়ায় এবং এটিএম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটকরা। অন্য রাজ্যের পর্যটকদের সঙ্গে সেখানে প্রায় সাড়ে তিনহাজার বাঙালি পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। আটকে পড়া বাঙালি পর্যটকদের সাথে তাদের বাড়ির লোকরা যেন কথা বলতে পারে তার জন্য বিশেষ এক হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার।