লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শনিবার কালীঘাটে নিজের বাসভবনেই সবাইকে ডেকে পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। বিকাল ৪টে থেকে এই বিশেষ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে সমস্ত জেলার তৃণমূল সভাধিপতি থেকে নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে৷ থাকতে বলা হয়েছে জয়ী এবং পরাজিত সব তৃণমূলের প্রার্থীদেরও।
ফল প্রকাশের দিন দুপুরেই টুইট করে মমতা লিখেছিলেন, ‘সব পরাজিতরাই হেরো নয়। পুরো গণনা শেষ হোক, ভিভি প্যাট মিলিয়ে দেখা হোক। তারপর পর্যালোচনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব’। সেই মতোই তৃণমূলনেত্রী এই বৈঠকের ডাক দিয়েছেন বলে মনে করছে রাজনৈতক মহল।
লোকসভা নির্বাচনে এরাজ্যে ‘৪২-এ ৪২’ স্লোগান নিয়ে নেমেছিল তৃণমূল। কিন্তু ২২-এই সন্তুষ্ট হতে হয়েছে তাদের। কলকাতা ও লাগোয়া কিছু এলাকা বাদ দিলে উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে বিপর্যয় নেমে এসেছে ঘাসফুল। এমনকী নদীয়ার মতো জেলাতেও হাতে গোনা কয়েকটি বিধানসভা বাদ দিলে বাকি জায়গায় পিছিয়ে তৃণমূল। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে দলকে ফের ঢেলে সাজানোর পরিকল্পনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে সিপিএমের ভোট বিজেপিতে গেল, উত্তরবঙ্গেই বা কী করে তৃণমূলের সংগঠন ব্যর্থ হল তা নিয়েও আলোচনা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ইতিমধ্যেই শোচনীয় অবস্থার জন্য রিপোর্ট তলব করা হয়েছে তৃণমূলের সব জেলা সভাপতিদের কাছ থেকে৷