ভোট পুজো মিটে গেছে। দিল্লীর মসনদে মোদী ফের ক্ষমতাতেও ফিরেছেন। কিন্তু তারপরই দেশজুড়ে চলছে গেরুয়া বাহিনীর তান্ডব। কোথাও ভাঙচুর, কোথাও আগুনে ছাই বিরোধী শিবির। বাদ পড়ে নি বাংলাও। জয় নিশ্চিত জেনেই শুরু হয়েছে গেরুয়া শিবিরের গুন্ডাবাহিনীর তান্ডব। রাজনৈতিক সংঘর্ষে জ্বলছে সিতাই। ভোটের ফল ঘোষণার পরে সেই আগুনে যেন ঘৃতাহুতি হলো। আগুন জ্বলল তৃণমূলের পার্টি অফিসে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূলের একাধিক কর্মীর বাড়ি। রণক্ষেত্রের চেহারা নিল সিতাই।
শুক্রবার সকাল থেকেই রাস্তায় নাম হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপির কর্মীরাই। পাশাপাশি, শাসক দলের একাধিক কর্মী-সমর্থকের বাড়িতে ভাঙচুর চলে। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূল দলের দাবি যে বিজেপির কর্মীরাই অশান্তি ছড়িয়েছে এলাকায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দলের কর্মী-সমর্থকদের বাড়ি। এই তান্ডবে তটস্থ এলাকাবাসী। বাংলা জুড়ে এই অশান্তি ঘিরে শুরু হয়েছে জোর আশঙ্কা।