গতকাল, ২৩ মে ফল বেরিয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের। তাতে বিপুল সংখ্যক ভোটে জিতে আরও একবার দিল্লীর সিংহাসন দখল করেছেন নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানী। তবে ক্ষমতায় এসেই ফের সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে বিজেপি। হ্যাঁ, গতকাল গোটা দেশ যখন মোদীকে অভিনন্দন জানাতে ব্যস্ত তখন বিজেপি কর্মী-সমর্থকদের কুকাজের খবর তুলে ধরে তাঁর অস্বস্তি বাড়ালেন বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ। শুভেচ্ছাবার্তার মোড়কেই মোদীর প্রতি নিজের তিক্ততা প্রকাশ করেন অনুরাগ। তাঁর টুইটটি আদতে ছিল বিজেপিকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই।
টুইটে নিজেকে মোদীর ‘ভক্ত’ বলে সম্বোধন করেই অনুরাগ জানান, লোকসভা নির্বাচনে মোদীর জয়ের পর থেকেই তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবং তা দিচ্ছেন বিজেপির সমর্থকরাই। তিনি লেখেন, ‘মোদী স্যর, বিরাট জয়ের জন্য আপনাকে অভিনন্দন। কিন্তু দয়া করে আমায় বলুন একজন ভক্ত হিসেবে আমি আপনার অনুগামীদের কীভাবে সামলাবো? জয়ের পর ওঁরা সেলিব্রেশনের সময় আমার মেয়েকে মেসেজ করে ধর্ষণের হুমকি দিচ্ছেন।’ মোদী সমর্থক কী মেসেজ করেছে, সেটিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুরাগ। আর তারপরই শুরু হয় বাকযুদ্ধ। মোদীর পাশে দাঁড়িয়ে সাফাই গাইতে শুরু করেন আরেক পরিচালক অশোক পণ্ডিত।
তিনি দাবি করেন, টুইটার হ্যান্ডেলটি ফটোশপের মাধ্যমে তৈরি মনে হচ্ছে। কারণ এমন কোনও পেজের অস্তিত্ব নেই। মোদীকে বদনাম করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়েছে বলেও মত তাঁর। তবে তিনি এ কথাও লেখেন, ‘যদি বিষয়টি সত্যি প্রমাণিত হয়, তাহলে নিশ্চয়ই কড়া পদক্ষেপ করা হবে। আমার মেয়েকেও এমন হুমকি দেওয়া হয়েছিল।’ কিন্তু এমন প্রতিক্রিয়াকে ভাল ভাবে নেননি অনুরাগ। টুইটারটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি বলাতেই মেজাজ হারান তিনি। সেইসঙ্গে সাফ জানিয়ে দেন, সেটি ইনস্টাগ্রাম পেজ, টুইটার নয়। খুঁজলেই পেজটি পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের।