এ যেন উলট পুরাণ! কয়েক দিনেই ঘুরে গেল খেলা! হ্যাঁ, ঠিক তাই ঘটল এবার। রাজস্থানে কংগ্রেস সরকার গড়েছে এক বছরও হয়নি, কিন্তু দেখা যাচ্ছে লোকসভা ভোটে একটি আসনেও এগিয়ে নেই কংগ্রেস প্রার্থীরা। ২৫টি লোকসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। যার অর্থ, বিধানসভার দায়িত্ব কংগ্রেসকে দিলেও কেন্দ্রে বিজেপির ওপরেই ভরসা রাখছে রাজস্থানবাসী।
প্রসঙ্গত, ‘মহারানির’ ওপর আস্থা হারিয়েছিল রাজ্যবাসী। কিন্তু কয়েকমাসে সেই বিশ্বাস আবার অর্জন করে নিয়েছেন তিনি। আর তা টের পেয়ে এবং ফলাফল কোন দিকে এগোচ্ছে বুঝতে পেরেই সাংবাদিক বৈঠক ডাকেন রাজস্থানের বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। রাজস্থানে এই ফলাফলের জন্য রাজ্যবাসীকে এবং সেইসঙ্গে দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে, ভোটের ফলাফলের এ হেন চিত্র দেখে, এ কথা স্পষ্ট যে বিফলে গেল রাহুলের সমীকরণ।