এবারের লোকসভা ভোটে যে কজন নতুন মুখ আলোচনার কেন্দ্রে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কানহাইয়া কুমার। সিপিআইয়ের তরুণ তুর্কি তথা জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্র নেতাকে নিয়ে কম পারদ চড়েনি রাজনৈতিক মহলে। এই বাম প্রার্থী এবার বেগুসরাইয়ে বিজেপিকে উড়িয়ে দিতে পারেন, এমনই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু ভোটের ফলাফল অন্য কথাই বলছে। বেগুসরাইয়ের এই ভূমিপুত্রকে চার লাখেরও বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন গিরিরাজ। ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়ল কানহাইয়ার।
জানা গেছে, কানহাইয়ার ভোট কম পাওয়ার অন্যতম কারণ আরজেডি প্রার্থী তনবীর হাসান। অনেক ভোট কেটেছেন তনবীর। জেনএনইউর ছাত্র নেতা কানহাইয়ার জনপ্রিয়তা কিন্তু কোনও অংশে কম নেই বেগুসরাইয়ে। বরং সেখানকার ছেলে হওয়ায় সমর্থকের পাল্লা একটু বেশিইই ছিল তার দিকে। সেখানে তনবীর হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মত প্রায় লাখ খানেক ভোট কেটে নিয়ে চলে গেলেন। আরও একটি নজরে রাখার মতো বিষয় বেগুসরাইয়ে নোটায় ভোট পড়েছে ১১,০০০। অর্থাৎ বিজেপির পাশাপাশি কানহাইয়ার ওপরও ভরসা রাখেননি এত বিপুল সংখ্যক মানুষ।