গণনার প্রায় শেষ লগ্ন উপস্থিত। ইতিমধ্যেই স্পষ্ট দেশ জুড়ে ফের ফুটছে পদ্মফুল। তবে বাংলার মাটিতে সগর্বে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল। ইতিমধ্যেই মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিমি, নুসরত, দেব- এরা সকলেই নিশ্চিত করে ফেলেছেন সংসদ যাত্রা। তার মধ্যে মালা, অভিষেক বিপুল ভোটে জয়লাভ করেছেন।
দীপক অধিকারী (দেব) ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র ভারতী ঘোষকে পরাজিত করেছেন। এখানে ভারতী ঘোষ জিততে বহু নাটক করেছিলেন তিনি। তারপরও দেবের কাছে ৭০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন। একসময়ের দাপুটে আইপিএস অফিসার এখন পরাজিত সৈনিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
প্রায় ২লক্ষ ২০ হাজারের বেশি ভোটে অভিষে এগিয়ে গিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বামেদের ফুয়াদ হালিমের থেকে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিপুল সংখ্যক ভোটে আর কোনও বিরোধী তাকে টপকাতে পারবেন না৷ সেই কারণেই তাকে জয়ী ঘোষণা করা হয়েছে৷