প্রচারের প্রথম থেকেই ঝড় তুলেছিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি এবং ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করার পর থেকেই উন্নয়নে ভরিয়ে দিয়েছিলেন অভিষেক। তাই তিনি নিশ্চিত ছিলেন যে এবারের ভোটেও মানুষ আস্থা রাখবেন উন্নয়নেই। তাই হল। ডায়মন্ডহারবারে বিপুল ভোটে জয় লাভ করলেন অভিষেক।
এবারও এই আসন থেকে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২লক্ষ ২০ হাজারের বেশি ভোটে তিনি এগিয়ে গিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বামেদের ফুয়াদ হালিমের থেকে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিপুল সংখ্যক ভোটে আর কোনও বিরোধী তাকে টপকাতে পারবেন না৷ সেই কারণেই তাকে জয়ী ঘোষণা করা হয়েছে৷