উর্ধমুখী শেয়ার বাজার। লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আর তার মধ্যেই বৃহস্পতিবার সকালেই সেনসেক্স পেরোল ৪০ হাজার। স্থিতিশীল বাণিজ্যনীতি ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এদিন ঊর্ধ্বমুখী বম্বে স্টক এক্সচেঞ্জ৷ দেশের বিভিন্ন গণনা কেন্দ্র থেকে শাসকদলের ক্ষমতায় ফেরার ইঙ্গিত পেতেই সকাল থেকেই চাঙ্গা শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বিএসই সেনসেক্স ৬০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৯,৭১২-তে পৌঁছয়। আর এনএসই নিফটি ১৬৯ পয়েন্ট বেড়ে ১১,৯০৭ স্পর্শ করে।
এর আগে গত রবিবার এক্সিট পোল প্রকাশিত হতেই আশায় বুক বেঁধেছিলেন শেয়ার বাজারে লগ্নিকারীরা। সোমবার সকালে বাজার খুলতেই সেই আশাপূরণ হয় তাঁদের। ক্রমশ বাড়তে থাকে সেনসেক্স। বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্স ১৪২২ পয়েন্ট বেড়ে ৩৯,৩৫৩। আর নিফটি ৪২১ পয়েন্ট বেড়ে ১১,৮২৮ পয়েন্টে পৌঁছায়। এর ফলে এসবিআই, এল অ্যান্ড টি, আইসিআইসিআই ব্যাংক, এম অ্যান্ড এম, ইন্ডাসল্যান্ড ব্যাংক এবং আরআইএল-এর মতো কোম্পানির শেয়ারের মূল্য তিন থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি পায়।