কাঁটায় কাঁটায় সকাল ৮টাতেই শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভার ভোট গণনা। শুরুতেই হয়েছে পোস্টাল ব্যালট গণনা। তারপর ইভিএম মেশিনের গণনাও শুরু হয়েছে। এক্সিট পোল নিয়ে বিজেপির আশা তৈরি হয়েছিল। পোস্টাল ব্যালটে সেই আশা আরও বেড়েছে। আর প্রথম রাউন্ডের গণনা শেষে লোকসভা দখলের জন্য ম্যাজিক ফিগার ছুঁয়ে ফিলল এনডিএ। গত বছর কর্ণাটকে বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার ভোট গণনা শুরুর পরে দেখা যায়, রাজ্যে ২৮ টি লোকসভা আসনের মধ্যে তারা ২৩টিতে এগিয়ে। রাজ্যে শাসক কংগ্রেস ও জনতা দলের জোট এগিয়ে আছে মাত্র পাঁচটি আসনে।
কর্ণাটকে শাসক জোট বহুদিন ধরে অভিযোগ করেছে, বিজেপি তাদের সরকার ফেলে দিতে চায়। সেজন্য ক্রমাগত দলের বেশ কয়েকজন বিধায়ককে ভাঙানোর চেষ্টা হচ্ছে। কংগ্রেসের অভিযোগ, জেডি এস গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দু’দিন আগেই কংগ্রেস নেতা রোশন বেগ তাঁর দলের নেতাদেরই ভাঁড় বলেছিলেন। জোট নেতারাই আশঙ্কা করছেন, তাঁরা যদি ১০ টার কম আসন পান, তাহলে সরকার বাঁচানো সম্ভব হবে না।