সমাজ, পরিস্থিতি তাদের সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। বহু শিশু জন্ম থেকেই অবহেলিত। পরিস্থিতি যেন তাদের রাঙা চোখে শাসায় ভালো থাকার স্বপ্ন তোমাদের জন্য নয়। দুবেলা দুমুঠো ভাত খেতে পাওয়া যাদের কাছে কঠিন কাজ তারা আর যাই করুক বড় স্বপ্ন দেখতে ভয় পায়। দেশের সব প্রান্তে এই অবহেলিত শিশুরা জীবনে সামান্য বেঁচে থাকার জন্য সংগ্রাম করে চলেছে প্রতিনিয়ত। এইবার সেই বহুচর্চিত ‘শিশুশ্রম’ ঢুকে পড়ল সপ্তদশ লোকসভা নির্বাচনের আবহে। ইভিএম নিয়ে গত কয়েকদিন ধরেও তোলপাড় রাজ্য রাজনীতি। বিহার উত্তর প্রদেশে ইভিএম লোপাট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইভিএম নিয়ে যখন সরব হয়েছেন বিরোধীরা ঠিক তখনই একটি বিস্ফোরক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনকে যাকে বলে বিপাকে ফেললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বীর যে ভিডিওটি টুইট করেছে তাতে দেখা যাচ্ছে শিশু শ্রমিকরা মাথায় করে ইভিএম নিয়ে যাচ্ছে। বিহারেই ঘটেছে এমন ঘটনা। তেজস্বী সেই ছবি টুইটে পোস্ট করে লিখেছেন, শিশু শ্রমিকদের দিয়ে ইভিএম নিয়ে যাওয়া এবং অসুরক্ষিত গাড়িতে সেগুলির পরিবহণই স্পষ্ট করে দিচ্ছে ইভিএমের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করতে পেরেছে নির্বাচন কমিশন।
এইভাবেই বারবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দেশজুড়ে। কোথাও ইভিএম খারাপের খবর তো কোথাও বা অব্যবস্থাপনার ব্যপার। আবার কোথাও প্রশ্ন উঠছে কমিশনের মানবিক ভূমিকা নিয়ে। এইবার ‘শিশুশ্রম’-এর মত ইস্যুতে কাঠগড়ায় কমিশন।