ভোটগণনার আগের দিন কংগ্রেস কর্মীদের উদ্দেশে নিজের তরফ থেকে একটি আবেদন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বললেন, “আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। ভয় পাবেন না। আপনারা সত্যের জন্য লড়াই করছেন। ভুয়ো এক্সিট পোল দেখে হতাশ হবেন না।”
গত রবিবার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়। যেখানে প্রতিটি সমীক্ষাতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে অনেক এগিয়ে রাখা হয়েছে। রাহুল দলীয় কর্মীদেরকে নিজেদের ওপরে আস্থা রাখার আবেদন জানিয়েছেন।
এর পাশাপাশি তিনি অভিযোগ তুলেছেন, ভোটযন্ত্র বিকৃত করার চেষ্টা করছে বিজেপি। গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ ও বিহারের নানা জায়গা থেকে ইভিএম পাচারের অভিযোগ উঠেছে। গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক্সিট পোলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ফের সরকার গড়ছেন। লোকসভার যে ৫৪২ টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে ৩৩৬ থেকে ৩৬০ টি পাবে এনডিএ। বিরোধীরা পাবে ১২৫ থেকে ১৬০ টি আসন।
তবে অনেক সময়ই দেখা গিয়েছে, বুথফেরত সমীক্ষার ফল মেলেনি। এবারও সেরকমই আশা করছেন রাহুল। তাই তিনি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন।