সমপ্রেম সম্পর্কে থাকার কারণে প্রবল বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে স্প্রিন্ট কুইনকে। এমন বিরূপ পরিস্থিতিতে দ্যুতি পাশে পেলেন এক লেজেন্ডকে। হলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী এবং টক-শো সঞ্চালক এলেন দজঁনারেস অকপটে জানালেন তিনি স্প্রিন্টার দ্যুতির জন্যে গর্বিত। ১৯ মে দ্যুতি চাঁদ স্বীকার করেছিলেন তিনি সমপ্রেম সম্পর্কে রয়েছেন। স্প্রিন্ট কুইন দ্যুতি কারও নাম না নিলেও জানিয়েছিলেন তাঁর ভালোবাসার মানুষও উড়িষ্যার বাসিন্দা। এর পর থেকেই শুরু হয় তাঁকে নিয়ে নানা টানাপোড়েন।
প্রায় ২ দশক আগে তিনি নিজেই টেলিভিশনে ঘোষণা করেছিলেন তিনি সমপ্রেমী। এতবছর পর ভারতের কোনও প্রথম সারির অ্যাথলিট যে এই সাহস দেখাতে পেরেছেন, তার জন্যে এলেন দ্যুতিকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন। দ্যুতির দিদি সরস্বতী এবং মা—দু’জনেই এই সম্পর্কের ঘোর বিরোধী। দ্যুতি এও দাবি করেছেন তাঁর দিদিই ব্ল্যাকমেল করে ২৫ লাখ টাকা দাবি করছেন। দিদি সরস্বতীর বিরুদ্ধে শারীরিক নিগ্রহ করারও অভিযোগ এনেছেন দ্যুতি চাঁদ। বললেন, “ওঁর মার খেয়ে, আমি থানাতেও গিয়েছিলাম, অভিযোগ জানাতে”।