সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ মিঠেছে। আর প্রথম থেকেই ইভিএম ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। আর এইবার বিরোধীদের অভিযোগ, বিজেপি রাতারাতি হাজার হাজার ইভিএম বদলে দেওয়া চেষ্টা করছে। এই অভিযোগের স্বপক্ষে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে তাঁরা। সেই ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে স্ট্রং রুম থেকে বেসরকারি গাড়ি বা লরিতে করে ইভিএম বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে গণনাকেন্দ্রে গাড়িতে করে ঢুকছে ইভিএম। অথচ, সেই গাড়িতে কোনও সরকারি সিল বা স্ট্যাম্প নেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওকে হাতিয়ার করছে বিরোধীরা। উত্তরপ্রদেশে চান্দৌলিতে একটি গাড়িতে করে গণনাকেন্দ্রে ইভিএম রাখার ভিডিয়ো ফুটেজ সামনে আসায় চরমে উঠেছে উত্তেজনা। ইভিএম কারচুপির অভিযোগ তুলে গাজিপুরে অবস্থান বিক্ষোভে বসেছেন ওই কেন্দ্রের জোটপ্রার্থী এবং বহুজন সমাজ পার্টির নেতা আফজল আনসারি। চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গাজিপুরেও। বহুজন সমাজ পার্টির অভিযোগ, একটি ভোটগণনা কেন্দ্র থেকে ট্রাকে করে ইভিএম বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।
এছাড়াও বিরোধীদের দাবি, এক্সিট পোলের আড়ালে আসলে ষড়যন্ত্র চলছে। ইভিএমে বড়সড় কারচুপির পরিকল্পনা করে রেখেছে বিজেপি। আর সেজন্যই প্রভাব খাটিয়ে নিজেদের পক্ষে এক্সিট পোল করানো হয়েছে। ইতিমধ্যেই, এই অভিযোগে কমিশনের দারস্থ হয়েছে আপ। আপ নেতা রাঘব চাড্ডার দাবি, মঙ্গলবার রাতেই সব ইভিএম বিভিন্ন বদলানোর চেষ্টা করবে বিজেপি। অন্য বিরোধী দলগুলিও সমবেতভাবে কমিশনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে। বারবার কেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে? এরপরেও কি কমিশন কোনো ব্যবস্থা নেবে না? এমন সব প্রশ্নই ঘুরছে জাতীয় রাজনৈতিক মহলের আনাচে কানাচে।