আর মাত্র ৯ দিন। তারপরই বিশ্বব্যাপী মানুষ মেতে উঠবে ক্রিকেট যুদ্ধে। লোকসভা নির্বাচনে দেশজুড়ে মানুষ যে রাজনৈতিক মতাদর্শে বিভক্ত হয়েছিল তাঁরা আবার একত্রিত হয়ে গলা ফাটাবে দেশের জন্য। বিরাট বাহিনী যাতে বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ওঠে সেই নিয়ে একযোগে চলবে প্রার্থনা। সেই বিশ্বকাপের ময়দানে পা রাখতে আগামীকালই ইংল্যান্ডের বিমানে উঠবে বিরাট এন্ড কোং। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী।
বিরাটের কথায়, ‘এটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ হতে চলেছে। টুর্নামেন্টের ফর্ম্যাটে পরিবর্তন হয়েছে। প্রত্যেক ম্যাচেই সেরা দিতে হবে। ২০১৫-র পর আফগানিস্তানের মতো দলও কত উন্নত হয়েছে। প্রত্যেকেই আপনাকে চ্যালেঞ্জের জন্য তৈরি।’ একইসঙ্গে অধিনায়ক জানান, ভারতীয় দলও ‘চ্যালেঞ্জ’ নিতে তৈরি।’
প্রসঙ্গত, ১৯৯২ বিশ্বকাপের পর এই প্রথম রাউন্ড রবিন ফর্ম্যাট চালু হয়েছে। যার অর্থ, প্রত্যেক দলকেই একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। আর তার ফলেই প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে মেলে ধরতে বদ্ধ পরিকর টিম ইন্ডিয়া।