মিশনের নাম ‘ব্রেকিং নিউজ।’ আপাত দৃষ্টিতে মনে হতে পারে, খবর সংগ্রহ করতে হবে, আদতেই খবর সংগ্রহ করতে হবে কিন্তু সাংবাদিককে হত্যা করে। ব্যাপারটা গুলিয়ে গেল তো? আসলে এটি একটি স্নিপার থ্রিডি গেমের মিশন। এই মিশনের নাম ‘ব্রেকিং নিউজ’। হাজার ফিট থেকে গুলি করে হত্যা করতে হবে এক সাংবাদিককে। এই গেম ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গেমটির একটি ছবি শেয়ার করে ট্যুইট করেছেন নিউ ইয়র্ক টাইমসের এডিটর জামাল জর্ডন গেমটির একটি ছবি শেয়ার করে টুইট করেছেন। লিখেছেন, “আমার ভাইপো মাত্র ১০ বছরের। ওর খেলা দেখার পর দীর্ঘ আলোচনা করলাম। যদিও, ভিডিয়ো গেমটি ডাউনলোডের গাইডলাইনে অবশ্য স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘কোনও ধরনের হিংসাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না।’ তবে গেমের মিশন-বিতর্কে গেমের নির্মাতারা কোনও মন্তব্য করেননি।
এক পুলিশ কর্মীর থেকে তথ্য জোগাড় করছেন এক সাংবাদিক। এই গেম খেলায়ইউজারের মিশন হল, খবর জোগাড় করবার জন্য এক সাংবাদিককে খুন করতে হবে। হাজার ফিট থেকে সাংবাদিককে গুলি করে হত্যা করতে হবে। যাতে তিনি খবর জোগাড় করতে না পারেন। ভিডিয়ো গেমে সাংবাদিক হত্যার এই ঘটনাই চূড়ান্ত বিতর্কের সৃষ্টি করেছে।