এবার স্বাস্থ্যসাথীতে সায় দিল বেসরকারি হাসপাতালগুলোও। বেশ কিছু বেসরকারি হাসপাতাল এই স্বাস্থ্যসাথী প্রকল্প মেনে নেওয়ায় সমস্যার সমাধান হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে গিয়ে নিজেদের মতো করে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে বেসরকারি হাসপাতালগুলোকে সেই আওতায় এনে সমস্যায় পড়েছিল রাজ্য সরকার।
স্বাস্থ্য দফতরের একটু সূত্র জানাচ্ছে, গত বছর ৫ লক্ষ ১৬ হাজার মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ৪৯২ কোটি টাকার চিকিৎসা দেওয়া হয়েছে। এর ১০% সরকারি হাসপাতালে। এবং সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে ১৪০০ টি হাসপাতাল রয়েছে। তার মধ্যে সম্প্রতি ১৩০০ হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিষেবা দিতে সম্মত হয়েছে। তার মধ্যে কমবেশি ৮০০টি হাসপাতালই বেসরকারি। স্বাস্থ্য ভবনের এক কর্তা বলেন, “গত দেড় বছরে গুগলে স্বাস্থ্যসাথী সার্চ হয়েছে ১৮ লক্ষের বেশি বার। প্রতিদিন পাঁচ ছ’হাজারের বেশি মানুষ সার্চ করেন”।
কেন্দ্রীয় প্রকল্প থেকে সরে এসে নিজস্ব প্রকল্পেই চালিয়ে নিয়ে যাওয়া হবে রাজ্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারি হাসপাতালে বাধা না থাকলেও বেসরকারি হাসপাতাল রাজ্যের ওই প্রকল্প মানতে চাইছিল না। কারণ প্রকল্পটি মানতে হলে, তাদের সরকার নির্ধারিত চিকিৎসা ব্যয় মেনে চলতে হবে। এই সমস্যা দূর করতে দীর্ঘদিন ধরে চেষ্ঠা চালাচ্ছিল রাজ্য। এত দিন মুখ ফিরিয়ে থাকা বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে পরিষেবা দিতে সম্মত হয়েছে।