গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের জন্মদিন পালনের অভিযোগে হিন্দু মহাসভার ছয় সদস্যকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। সোমবার সুরাটের একটি মন্দির থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হীরেন মাশরু, ভালা ভারওয়াদ, ভিরাল মালভি, হিতেশ সোনার, যোগেশ প্যাটেল ও মণীশ কালাল। এলাকার সম্প্রীতি নষ্টের চেষ্টা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওইদিন সুরাটের লিম্বায়ৎ এলাকার একটি হনুমান মন্দিরে নাথুরাম গডসের জন্মদিন পালন করে হিন্দু মহাসভার ধৃত সদস্যগণ। সূত্র মারফত সেই খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলেই পুলিশ গ্রেপ্তার করে তাঁদের।
সুরাটের পুলিশ কমিশনার সতীশ শর্মা জানান, ‘‘মন্দিরের মধ্যেই প্রদীপ জ্বালিয়ে, মিষ্টি বিতরণ করে, গডসের জন্মদিন পালন করে ধৃতরা। এমনকী সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করেছিল তাঁরা। এদের আসল লক্ষ্য ছিল এলাকার শান্তির বাতাবরণ এবং সম্প্রীতি নষ্ট করা৷’’ পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ ও ১৫৩বি ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷
এই বিষয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। ঘটনার নিন্দা করে গুজরাট কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী জানান, ‘‘দেশের জনগণকে বিজেপি আগে জানাক যে, তারা কার মতাদর্শে বিশ্বাস করে? গান্ধীজি নাকি নাথুরাম গডসে? কারণ গেরুয়া শিবিরের অনন্ত কুমার হেগড়ে, সাধ্বী প্রজ্ঞার মতো নেতারা গডসের মতাদর্শ প্রচারেই বেশি উৎসাহী।’’